Friday, January 6, 2017

রডের এষ্টিমেট


রডের এষ্টিমেট ,


বন্ধুরা আজ আমি রড নিয়ে আলোচনা করবো, 

  1. mm থেকে সুতাই কভার্ট ,
মি.মি -------সুতা 

৮মিমি ==২ সুতা 
১০মিমি ==৩ সুতা
১২মিমি ==৪ সুতা
১৬মিমি ==৫ সুতা
২০মিমি ==৬সুতা
২৫মিমি ==৮সুতা


মি.মি থেকে সুতায় কনভার্ট করতে হলে আমাদের যা করতে হবে তাহো যত মি.মি থাকযে তাকে ৩ দিয়ে ভাগ দিতে হবে। ভাগ ফল যা হবে তাই সুতা ,ধরুন আপনাকে প্রশ্ন করা  ১৬ মি.মি. সমান কত সুতা তাহলে আপনি ১৬ কে ৩ দিয়ে ভাগ দিন ,১৬ কে তিন দিয়ে ভাগ দিলে ৫ কিছু বেশি আসে বেশিটা ধরবেন না। 

প্রতি ফিট রডের ওজন 

মি.মি -------কেজি/ফিট  


৮মিমি == .১২  কেজি/ফিট  
১০মিমি == .১৮  কেজি/ফিট  
১২মিমি == .২৭কেজি/ফিট  
১৬মিমি == . ৪৮  কেজি/ফিট  
২০মিমি == .৭৫ কেজি/ফিট  
২৫মিমি ==  ১.১৭ কেজি/ফিট  


লেপিং দেয়ার নিয়ম 

১. লেপিং কি ?
উত্তর : সাধারণত ৬ মিটারের বেশি রড হলে একটি রডকে আর একটি  রডের সাথে জোড়া দেয়াকে লেপিং বলে। 

মি.মি প্রতি লেপিং Length ৪০d ধরে এখানে d =রডের ডায়া 


মিমি   ====   ইঞ্চি 
৮মিমি ==১২.৮
১০মিমি ==১৬
১২মিমি ==১৯
১৬মিমি ==২৫.৬
২০মিমি ==৩২
২৫মিমি ==৪০


একটা রড সাধারণত ৩৯ ফিট  লম্বা হয়ে থাকে

আরো জানতে ভিজিট করুন    YOU can earn money $10 per day from this site  



58 comments:

  1. https://web.facebook.com/jerinjuibd

    ReplyDelete
  2. দুই তলা ফাউন্ডেশন বাড়ির 1200 বর্গ ফিটের প্রথম তলায় ছাদ ঢালাই করতে কত সুতা রড ব্যবহার করতে হবে এবং কত টন রড প্রয়োজন?

    ReplyDelete
    Replies
    1. ছাদের জন্য ৩ সুতা ১২ মি মি শুধু ছাদ এর জন্য ২ টন লাগবে

      Delete
    2. ৭ তলা ফাউন্ডেশন দিব আপাতত একতলা কমপ্লিট করব (১৫০০ স্কয়ার ফুট) রড,সিমেন্ট,ইট,বালি কেমন লাগতে পারে ?প্রতি স্কয়ার ফুট গড়ে কত খরচ হতে পারে?

      Delete
    3. 1200 বর্গফুটের একটি দোতলা ফাউন্ডেশন এর ঘরে একতলা করতে কত টন রড় লাগবে?

      Delete
    4. ৬ তালা ছাদ ২২০০ ইস্কয়ার ফিট , ৩ তালাত কয় টন রড লাগবে

      Delete
    5. কত টন রট লাগে দুইতলা করতে।

      Delete
  3. ৭ফুট দৈর্ঘ্যে ও ৪ফুট প্রস্থে যদি, ২"ও ৬" দুরত্বে জালি তৈরী করা হয় ২সূতা রড দিয়ে, তবে কত কেজি রড লাগতে পারে ,,, প্লিজ জানাবের,

    ReplyDelete
  4. বর্তমান টন প্রতি দাম কত?

    ReplyDelete
  5. ২ তলা বাড়ীর জন্য কত টন রড লাগবে।১ম ফ্লোর-১৬০০ বর্গফুট ২য় তলা ২৫০০ বর্গফুট।

    ReplyDelete
  6. ৪সুতা ৪টি দিয়ে দু তলা করা যাবে কি না?

    ReplyDelete
  7. ১৬৫০ স্কয়ারে ৩ ও ৫ সুতায় কত টন রড লাগবে?

    ReplyDelete
  8. 1450 ইসকোয়ার ফিট ছাদ ঢালাই তে কত রড,বালি, সিমেন্ট,ও পাথর কুচি লাগবে

    ReplyDelete
  9. Can I use BSRM EXTREME 8mm for first floor slab with 66×34 ????

    ReplyDelete
  10. মেইন রড ও বাইন্ডার সম্পর্কে কিছু জানতে চায়

    ReplyDelete
  11. বাজারে সর্বোনিম্ন থেকে সর্বোচ্চ কত কত mm এর রড পাওয়া যায় জানাবেন প্লিজ।

    ReplyDelete
  12. ৪সুতা দিয়ে দু তলা করা যাবে কি না? হার দেড সুতা দিলে সমসা হবে

    ReplyDelete
    Replies
    1. দোতালা ৪সুতি কয়টি রড লাগবে

      Delete
  13. ৪ সুতা রড দিয়ে কি দুই তলা বাড়ির ফাউন্ডেশন নেশা যাবে?

    ReplyDelete
  14. ১৪৫০ স্কয়ার ফিটের ঘর ২ তলা পাউন্ডেশন এক তলার ছাদ পর্যন্ত কত কেজি রড লাগবে,কত বস্তা সিমেন্ট, কত হাজার পিকেট ইট লাগবে, একটা ধারনা দেওয়া যাবে কি ভাই।

    ReplyDelete
  15. ১৪৫০ স্কয়ার ফিটের ঘর ২ তলা পাউন্ডেশন, ১ তলার ছাদ পর্যন্ত কত কেজি রড,কত বস্তা সিমেন্ট, কত হাজার পিকেট ইট লাগবে একটু জানাবেন?

    ReplyDelete
    Replies
    1. ২১৬ স্কয়ার ফিটের ছাদে কতোকেজি লাগবে

      Delete
    2. ৩সুতা রড় ১ফুট=কেজি ৪সুতা ১ফুট=কেজি

      Delete
  16. ৪সুতা ৪টি রড দিয়ে দু তলা করা যাবে কি না?

    ReplyDelete
  17. রডের দাম কতো

    ReplyDelete
  18. বরতমানে রডের দাম বিএসআরএম/একেএস= ৬৪/- কেজি।

    ReplyDelete
  19. ৫সুতা রড এক তালায় পিলারে কয়টি রড দিতে হবে ?তিন তালা ফাউন্ডেশন

    ReplyDelete
  20. তাহলে ৬০d অনুযায়ী ল্যাপিং কি হবে😯

    ReplyDelete
  21. ভাই আমার ১ম তালাশেস এখন ২য়তালাচাদ করতে কত টন রড লাগবে এবং কত টাকা করচ লাগবে আামার বাড়ি ৫তালা ফাউনডেসন

    ReplyDelete
  22. 1900 sqft জায়গায় একতলা করতে কতটন রড লাগব?

    ReplyDelete
  23. ৬ সুতা রড এর এরিয়া কত As সুএ টি কি?

    ReplyDelete
  24. ৬ সুতা রড এর এরিয়া কত As সুএ টি কি?

    ReplyDelete
  25. ভাই 1250 ft 2তালা ফাউন্ডেশন করতে কত mm road lagba column

    ReplyDelete

  26. 3 সুতা রড কত ফুটে কত কেজি

    ReplyDelete
  27. ব্রিক পিলার দিয়ে বাড়ি বানাতে কত টুকু স্হায়িত্ব কতটা হবে,,,

    ReplyDelete
  28. ৪ সুতা রড দিয়ে কি দুই তলা বাড়ির ফাউন্ডেশন করা যাবে কি?

    ReplyDelete
  29. 3 সুতা রড দিয়ে কি দ্বিতীয় তলা করা যাবে?
    ১ পিলারে রড ছয়টা করে আছে। পিলারের সাইজ ১০ ইঞ্চি।

    ReplyDelete
  30. ৫ তলা ফাউন্ডেশন দিয়ে ২ ইউনিটের ১তলা ভবন করতে কত খরচ হতে পারে?

    প্রতি ইউনিটে ৩ টি বেড রুম, ২টি তে এটাস্ট বাথরুম,১টি কমন বাথরুম,১টি কিচেন, ১টি ডাইনিং কাম ড্রয়িং রুম,, প্রতি ইউনিটে বেলকনি থাকবে।

    ReplyDelete
  31. তিন শুতা রড ৪/৫ দিয়ে কি দোতলা করা যাবে?

    ReplyDelete
  32. চারসুতি একটি রড কত কেজি হয়?? জানতে পারি

    ReplyDelete
  33. 12mm রড দিয়ে কি তিন তলা করা যাবে? প্রতি পিলারে ৬ টি করে ১০'/১২' সাইজের পিলার। পিলার থেকে পিলারের দুরত্ব ১০-১২ ফিট।

    ReplyDelete
  34. ৪সুতা ৪টি ও ৩সুতা ২টি দিয়ে দোতালা করা যাবে কি? দয়া করে বলবেন।।

    ReplyDelete
  35. আমি ৩ তলা পাউন্ডেশন দিয়ে ১০০০ স্কয়ারের ১ তলা পর্যন্ত কত রড, সিমেন্ট কত বালু, ইট সুরকি লাগবে?

    ReplyDelete
  36. এক তলা ছাদের জন্য কত সুতার রড ভাল হবে?

    ReplyDelete
  37. জানালার উপরে লিন্ডারের রডের সাইজ কত হলে ভাল হবে?

    ReplyDelete
  38. জানালার উপরে লিন্ডারের রডের সাইজ কত হলে ভাল হবে?

    ReplyDelete
  39. ছাদের মধ্যে কয় সুতা রড দিলে ভাল হয় ।।।। অনুগ্রহ করে জানাবেন

    ReplyDelete
  40. ১৭০০ স্কয়ার ফুটে ছাঁদ বিম রড কত টন লাগতে পারে।
    * বিম ৫ সূতা।
    *ছাদে ৩ সূতা।
    * রিং ২.৫ সূতা।
    মোট কত টন রড লাগতে পারে প্লিজ জানালে উপকৃত হব।

    ReplyDelete
  41. ami akta stimit chai doyea kore answer ta diben.
    Ami 4 room kore akta building korbo
    Akhono koy ton rod lagbe
    Janate parben ki admin vai?

    ReplyDelete
  42. ২০ ফিট দৈর্ঘ্য আর ২১ ফিট প্রস্ত একটি রোম এতে কতো মিলি রড দিয়ে ছাঁদের কাজ করতে হবে

    ReplyDelete