Saturday, January 7, 2017

লেআউট দেয়ার নিয়ম

লেআউট দেয়ার নিয়ম 
লেআউট কাকে বলে ?
উত্তরঃ  Structure design ড্রইং সিটে যে ড্রইং করা আছে হুবহু সে ড্রইংটি  ফিল্ড এর মধ্যে মমাপ অনুযায়ী স্থাপন করাকে লেআউট বলে।  

লেআউট দেয়ার নিয়ম


প্রজেক্ট আর মধ্যে যে বাউন্ডারী ওয়ালটি সোজা সেই দিক থেকে লেআউট শুরু করতে হবে। 

উত্তর দক্ষিণ এবং পূর্ব পস্চিমে ড্রইং অনুসারে গ্রিড লাইন বরাবর সুতা টানাতে হবে ,এবং কর্নারটি মাটাম (৯০ ডিগ্রি ০ অথবা পিথাগোরাসের অনুসারে সুতার সাহায্যে ৩ ফুট -৪ফুট -৫ফুট বহু দিয়ে একটি সমকোণী ত্রিভুজ তৈরী করে কর্ণারটি ৯০ ডিগ্রি চেক করতে হবে।

উপরের নিয়ম অনুসারে বাকী তিনটি কর্ণার বরাবর সুতা টানতে হবে।

ড্রইং অনুসারে যে যায়গা থাকার কথা তা চেক করতে হবে।

গ্রিড লাইনের পয়েন্টগুলি চিহ্নিত করে চারদিকের ওয়ালে তারকাটার সাহায্যে চিহ্নিত করতে হবে

লেআউট একাধিক বার চেক করতে হবে,কারণ লেআউট ভুল হলে পুরা বিল্ডিং আর কাজ ভুল হবে।
YOU can earn money $10 per day from this site  

3 comments: